হুগলি, ২১ মার্চ:- ১লা জানুয়ারি থেকে বন্ধ রয়েছে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল।প্রায় তিন মাস মিল বন্ধ্ থাকায় কাজ হারিয়েছেন প্রায় ৫ হাজার শ্রমিক। এরই মধ্যে মিল কর্তৃপক্ষ শ্রমিক লাইনের লাইট ও জলের লাইন কেটে দিয়েছে। এমনিতেই চলছে প্রচন্ড তাপদাহ গরম, পাশাপাশি চলছে মাধ্যমিকও উচ্চমাধ্যমিক পরীক্ষা।
তাই শ্রমিক আবাসনের ছাত্র ছাত্রী দের ও বাসিন্দাদের খুবই সমষ্যা হচ্ছে। এই অসুবিধার কারনে গোন্দলপাড়া জুটমিলের শ্রমিকেরা জল লাইটের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। তাদের বক্তব্য সমষ্যার আশু সমাধান না হলে শ্রমিকরা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।