এই মুহূর্তে জেলা

বহুতলের ছাদ থেকে পড়ে মৃত যুবক, হাওড়ায় চাঞ্চল্য।

হাওড়া, ৯ এপ্রিল:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত যুবক। হাওড়ার দাসনগরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুন করা হয়েছে বলে দাবি মৃতের বাবার।পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার দাসনগরে। মৃত যুবক শ্রমিকের কাজ করতেন। মৃতের বাবার দাবি তাঁর ছেলেকে খুন করা হয়েছে। জানা গেছে, মৃত রাজারাম পাসোয়ান (২৬) দাসনগরের একটি প্লাস্টিকের বল তৈরীর কারখানায় কাজ করতেন।

থাকতেন চার শ্রমিকের সাথে একসাথে। শনিবার রাত ১২টা নাগাদ পুলিশ বাড়ির নিচের ড্রেন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য রাজারামের চার সঙ্গীকে আটক করা হয়েছে। দাসনগর থানার কালীতলা এলাকার ঘটনা। তদন্তে নেমেছে দাসনগর থানার পুলিশ। মৃতের বাবা জানান, তাঁরা মনে করছেন এটা নিছক কোনও দুর্ঘটনা নয়। রাজারামকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলা হয়েছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।