এই মুহূর্তে জেলা

কাউকে কান ধরে ওঠবোস , আবার কাউকে অটো-টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটেই বাড়ি পাঠালো পুলিশ।

হুগলি , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে। আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে। সাপ্ত‍াহিক লকডাউনের ৩য় দিনেও তৎপর পুলিশ । পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে দেখা গেলো সেই ছবি । পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে অযথা বাইরে বেড়িয়ে পুলিশের রোষের মুখে পড়লো অনেকেই। কাউকে অটো-টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটেই বাড়ি পাঠানো হলো আবার কাউকে কান ধরে ওঠবোস করানো হলো। লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে । প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে।