এই মুহূর্তে জেলা

যেকোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে শেওড়াফুলি সাবওয়েতে , দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

হুগলি, ১৯ মার্চ:- যেকোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সাবওয়ে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। রেলের নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ সাবওয়ে দিয়ে চলাচলকারী পথচারীদের। হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। জিটিরোড থেকে গঙ্গার দিকে আসার এই সাবওয়ে দীর্ঘদিনের। রক্ষনাবেক্ষনের অভাবে এই সাবওয়ের রেল লাইনের নীচে টিনের সেড ভেঙে ঝুলছে।

বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই সাবওয়ে দিয়ে প্রতিদিন কয়েক হাজার পথচারী শেওড়াফুলি বাজারে যাতায়াত করে। এছাড়াও শেওড়াফুলি গঙ্গার ফেরিঘাট দিয়ে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাতায়াত করে বহু মানুষজন। এছাড়াও নিত্যযাত্রীরা এই সাবওয়ে দিয়ে ট্রেন ধরেন। সারাদিন ট্রেন যাতায়াতের জন্য প্রচুর কম্পনের কারনে ভেঙে পড়তে পারে টিনের শেড। অবিলম্বে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে পথচারীরা।