এই মুহূর্তে জেলা

গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে জরুরি বৈঠক হাওড়া পুরনিগমের।


হাওড়া, ১৪ মার্চ:- আসন্ন গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে সোমবার দুপুরে জরুরি বৈঠকে বসেন হাওড়া পুরনিগমের আধিকারিকরা। দোল এবং রমজানের আগেই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার দুপুরে হাওড়ার পদ্মপুকুর প্ল্যান্টে ওই জরুরি বৈঠক হয়। ওই বৈঠকের নেতৃত্ব দেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এছাড়াও পুরসভার জল বিভাগের আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। হাওড়ার মানুষকে যাতে আগামী গ্রীষ্মে পানীয় জলের কোনও সমস্যায় না পড়তে হয় এবং যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় সেই কারণেই এই বৈঠক হয়। আগামী কয়েকদিনের মধ্যেই দোল এবং হোলি উৎসব রয়েছে। তার পরেই রয়েছে রমজান মাস।

সুতরাং এইসময় যাতে জলের সমস্যায় কাউকে ভুগতে না হয় সেজন্য জরুরি ভিত্তিতে এদিন বৈঠকে বসেন হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। এদিনের বৈঠক প্রসঙ্গে সৈকত চৌধুরী বলেন, “গ্রীষ্ম আসন্ন। হাওড়া জেলার মানুষকে যাতে জলের সমস্যায় না পড়তে হয় সেই কারণে আমরা পদ্মপুকুর প্লান্টে আজকে আমরা বৈঠকে বসেছিলাম। পদ্মপুকুর প্লান্টে সমস্ত আধিকারিকদের নিয়ে এই বৈঠক হয়। আগামী কয়েক দিনের মধ্যেই দোলযাত্রা এবং হোলি উৎসব রয়েছে। তারপরই রয়েছে রমজান মাস। সুতরাং হাওড়া জেলার মানুষ যাতে এই সময় জলকষ্টে না ভোগেন সেই কারণেই আজকে আমরা বৈঠক করেছি। হাওড়ার ওলাবিবিতলার ইউজিআর প্রস্তুত করা হচ্ছে। যার মাধ্যমে মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার কিছু অংশের মানুষের জলের সমস্যার আগামী দিনে সমাধান হতে চলেছে। সেই প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত করে ফেলা যায় সেই নিয়েও এদিন আলোচনা হয়েছে। এছাড়াও যাতে গ্রীষ্মে হাওড়া জেলার মানুষকে কোনওভাবে জলকষ্টের মধ্যে না ভুগতে হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”