এই মুহূর্তে কলকাতা

দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক ও সিএনজি চালিত গাড়ির ব্যবহারে উৎসাহ দিতে চায় রাজ্য।


কলকাতা, ১১ মার্চ:- পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক ও সিএনজি চালিত গাড়ির ব্যবহারে উত্সাহ দিতে চায় রাজ্য সরকার। তাই আগামী দুবছরের জন্য ব্যাটারি চালিত দুচাকা ও চার চাকার গাড়ির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব করা হয়েছে রাজ্য বাজেটে। পাশাপাশি, এবারের বাজেটে পেট্রল ও ডিজেলের উপর নির্ভরশীলতা কমাতে সিএনজি গাড়ি চালকদের জন্য স্বস্তির বার্তা দেওয়া হয়েছে।

কার্বন ফুটপ্রিন্ট ও পেট্রল-ডিজেলের উপর নির্ভরতা কম করতে সিএনজি চালিত যানবাহনের উপরও ২০২২-২৩ আর্থিক বর্ষ থেকে দু বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মুকুব করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এর ফলে সিএনজি চালিত গাড়ি ও ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক গাড়ির মালিকেরা লাভবান হবেন। পাশাপাশি এই পরিবেশ বান্ধব গাড়িগুলির প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়বে। কারণে, একদিকে যেমন ছাড় পাওয়া যাচ্ছে, তেমনই অন্যদিকে বাড়ছে পেট্রল ডিজেলের দাম।এদিন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় বলেন, “কেন্দ্র এরপরেই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি করবে।”