এই মুহূর্তে জেলা

জামিন পাওয়া ধৃত বাম যুব কর্মীদের নিয়ে মিছিল হাওড়ায়।

হাওড়া, ৮ মার্চ:- গতকালই দেড় হাজার টাকা করে প্রত্যেকের ব্যক্তিগত বন্ডে হাওড়া সিজেএম আদালত থেকে জামিন পেয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জন বাম কর্মী সমর্থক। আজ দুপুরে হাওড়া জেলা সংশোধনাগার থেকে বেরোনোর পর এদের নিয়ে হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের তরফ থেকে মিছিল করা হয়। মিছিল যায় মল্লিক ফটক, বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান হয়ে পঞ্চাননতলায় জেলা পার্টি অফিস পর্যন্ত। সেখানেই এদের প্রত্যেককে সংবর্ধনা জানানো হয় বাম যুব সংগঠনের তরফ থেকে। শংকর মৈত্র, সোমনাথ গৌতম সহ বিভিন্ন নেতৃত্ব এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আনিস-কান্ডে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে অভিযান কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন বাম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। সোমবার এদের সকলকে পনেরশো টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে হাওড়া সিজিএম আদালত। পাশাপাশি মামলার প্রয়োজনে তদন্তকারীদের সাহায্যের নির্দেশও দেওয়া হয়। প্রসঙ্গত, আনিস হত্যার প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারী সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই হাওড়ার পাঁচলায় এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। সেখানেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ মোট ১৬ জন।