এই মুহূর্তে কলকাতা

রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল , নতুন অর্থমন্ত্রী পেল রাজ্য।

কলকাতা, ৮ মার্চ:- রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী অর্থ বছরের বাজেট পেশের আগে নতুন অর্থমন্ত্রী পেল রাজ্য। মঙ্গলবার এই রদবদলের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সংগঠনে আগেই দায়িত্ব বেড়েছে চন্দ্রিমার। এবার গুরুত্ব বাড়ল মন্ত্রিসভার অন্দরে। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী থাকার পাশাপাশি তাঁর হাতে আগের মতোই থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু কল্যাণ ও পুনর্বাসন, পরিসংখ্যান ও পরিকল্পনা এবং প্রকল্প রূপায়ণ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই রদবদলে দায়িত্ব বাড়ল ফিরহাদ হাকিমেরও। তাঁর হাতে ফিরিয়ে দেওয়া হল পুর ও নগরোন্নয়ন দফতর।

পাশাপাশি তিনি আবাসন এবং পরিবহন দফতরের দায়িত্বে থাকবেন।২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় পুর ও নগর উন্নয়ন দফতরের কোনও পূর্ণ মন্ত্রী নিয়োগ করা হয়নি। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে ওই দফতর ছিল চন্দ্রিমা ভট্টাচার্যর হাতে। এবার ফের একজন পূর্ণ মন্ত্রী পেল ওই দফতর। অন্যদিকে অমিত মিত্র স্বেচ্ছা অবসর নেওয়ার ফলে রাজ্যের অর্থ দফতরের এতদিন কোনো আলাদা মন্ত্রী ছিল না। ওই দফতর ছিল মুখ্যমন্ত্রীর হাতে। আগামী শুক্রবার রাজ্য বাজেট। মনে করা হচ্ছিল অর্থমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাজেট পেশ করবেন। এবার চন্দ্রিমা ভট্টাচার্য নতুন অর্থমন্ত্রী হওয়ায় শুক্রবার বিধানসভায় বাজেট বই হাতে তাকেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।