এই মুহূর্তে জেলা

আরামবাগে তৃণমূলের বিজয় মিছিল।


আরামবাগ, ৪ মার্চ:- রাজ্যে পৌরভোটে তৃনমুলের জয় জয়কার। আরামবাগ পৌরবোডের দখল ধরে রাখলো আরামবাগ তৃনমুল কংগ্রেস।এদিন তৃনমুল পৌরসভায় জয়লাভ করায় বিজয় মিছিলে সামিল হলো তৃনমুল কর্মী ও নেতৃত্ব। আরামবাগের ব্লকপাড়া পার্টি অফিস থেকে বিজয় মিছিল বের হয়। তারপর আরামবাগ শহর পরিক্রমা করে মিছলটি। মিছিলে পা মেলান আরামবাগ জেলা তৃনমুলের সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়,

আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা ১৮ নম্বর ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলার প্রদীপ সিংহ রায়, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন নন্দীসহ অন্যান্য কাউন্সিলার ও তৃনমুল কর্মী সমর্থক। এদিন তৃনমুল নেতা রামেন্দু সিংহ রায় জানান, তৃনমুল পৌরভোটে জয় লাভ করায় আরামবাগবাসীকে অভিনন্দ। আরামবাগের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃনমুল কাজ করবে।