হুগলি,১২ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের নিরিখে দিল্লীর বিধানসভায় বিজেপির ফল ভালো হয়নি।বুধবার জাঙ্গিপাড়ায় রহিমপুর থেকে জাঙ্গিপাড়া বাজার পর্যন্ত চার কিমি মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। সেই সঙ্গে মুকুলের সাফাই দিল্লীর নির্বাচনে ভোটের ফলাফলে নিশ্চই আপ জিতেছে।কিন্তু তারসঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে।এই বিধানসভা নির্বাচন করতে গিয়ে একটাও এফ আই আর হয়নি।এই বিধানসভা নির্বাচনে দিল্লীতে ইভিএমের জিত হল।সেই সঙ্গে বিজেপি নেতার দাবি ২০১৫ সালের ভোটের ফলাফল বিশ্লেষন করলে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল এবারে দিল্লীর বিধানসভা ভোটে সেই ভোট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে মুকুল বলেন, দিল্লীর ধাক্কা সামলে বাংলার গ্রাম ও শহরে যেভাবে দলীয় কর্মী সমর্থকেরা দলের বিভিন্ন কর্মসূচিতে ভিড় করছেন তাতে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পক্ষে সুখকর হবে না।তবে রাজ্য নির্বাচনের কমিশনের আওতায় কোন ভোটেই নিরাপত্তা থাকেনা।তাই স্বাভাবিক ভাবেই আগামী পুরসভা ভোটে মানুষ যদি নিজেদের ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারে তাহলে একাধিক পুরসভা ও পুরনিগম বিজেপি দখল করবে।
Related Articles
গাড়িয়াহাটে চালু হল অত্যাধুনিক পার্কিংএর ব্যবস্থা,সমগ্র কলকাতা শহর জুড়ে এই ব্যবস্থা চালু করার আশ্বাস মেয়রের।
প্রদীপ সাঁতরা ,১৪ মার্চ :- পুরভোটের আগে শহরের গাড়ি পার্কিং ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানালেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র শনিবার জানান উড়ালপুলগুলির নিচে অত্যাধুনিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে চিন্তা-ভাবনা শুরু করা হয়েছে, কারণ কলকাতায় অনেক উড়ালপুলের জায়গা ফাঁকা রয়েছে। অত্যাধুনিক পার্কিংএর ব্যবস্থার এদিন গড়িয়াহাটে উদ্বোধন করা হয়। এভাবেই শহরের একাধিক উড়ালপুলের নিচে গাড়ি পার্কিংয়ের […]
রেলওয়ে প্লাটফর্ম এর উপর দোকান ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলি স্টেশনে।
সুদীপ দাস, ৮ এপ্রিল:- রেলওয়ে প্লাটফর্মের উপর দোকান ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলী স্টেশনে। ঘটনায় হকারদের মারধরের অভিযোগ আরপিএফের বিরুদ্ধে। হকার সূত্রে খবর, হাওড়া-বর্ধমান মেন লাইনের বিভিন্ন প্লাটফর্মের উপর থাকা হকারদের দোকান উচ্ছেদে নেমেছে রেল। শুক্রবার বেলার দিকে ব্যান্ডেল আর পি এফ থানার পুলিশ সেইমত হুগলী স্টেশনে উপস্থিত হয়। অভিযোগ একটি দোকান ঘর ভাঙার পরই […]
বৈধ নথি না থাকায় বাংলাদেশী যুবক গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ১৭ জুলাই:- বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গেছে। ইসরাফুল মাতব্বর (৩২) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। দাশনগর পুলিশ সূত্রের খবর, কয়েকদিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই ইসরাফুলকে গ্রেফতার করা হয়। ওই যুবক দাসনগর এলাকায় ঘুরে […]