এই মুহূর্তে জেলা

পুরসভা ভোটে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে একাধিক পুরসভা বিজেপি দখল করবে – মুকুল রায়।

হুগলি,১২ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের নিরিখে দিল্লীর বিধানসভায় বিজেপির ফল ভালো হয়নি।বুধবার জাঙ্গিপাড়ায় রহিমপুর থেকে জাঙ্গিপাড়া বাজার পর্যন্ত চার কিমি মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। সেই সঙ্গে মুকুলের সাফাই দিল্লীর নির্বাচনে ভোটের ফলাফলে নিশ্চই আপ জিতেছে।কিন্তু তারসঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে।এই বিধানসভা নির্বাচন করতে গিয়ে একটাও এফ আই আর হয়নি।এই বিধানসভা নির্বাচনে দিল্লীতে ইভিএমের জিত হল।সেই সঙ্গে বিজেপি নেতার দাবি ২০১৫ সালের ভোটের ফলাফল বিশ্লেষন করলে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল এবারে দিল্লীর বিধানসভা ভোটে সেই ভোট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে মুকুল বলেন, দিল্লীর ধাক্কা সামলে বাংলার গ্রাম ও শহরে যেভাবে দলীয় কর্মী সমর্থকেরা দলের বিভিন্ন কর্মসূচিতে ভিড় করছেন তাতে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পক্ষে সুখকর হবে না।তবে রাজ্য নির্বাচনের কমিশনের আওতায় কোন ভোটেই নিরাপত্তা থাকেনা।তাই স্বাভাবিক ভাবেই আগামী পুরসভা ভোটে মানুষ যদি নিজেদের ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারে তাহলে একাধিক পুরসভা ও পুরনিগম বিজেপি দখল করবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.