কলকাতা, ৩ মার্চ:- প্রয়াত গীতিকার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ীর চিতাভস্ম আজ কলকাতায় গঙ্গায় বিসর্জন দেওয়া হল। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা আজ মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে বাপি লাহিড়ীর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি শিল্পী বাপি লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ীর মতোই বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন দেওয়া হলো গঙ্গায়, শেষকৃত্য হয়েছিলো মুম্বাইতে, আজ কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী, স্ত্রী চিত্রা লাহিড়ী সহ লাহিড়ী পরিবারের কয়েকজন সদস্য-সদস্যরা, বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিমানবন্দর থেকে সরাসরি গঙ্গার আউট্রাম ঘাটে পৌঁছান লাহিড়ী পরিবারের সদস্য-সদস্যরা, আউট্রাম ঘাট থেকে লঞ্চে করে মাঝ গঙ্গায় গিয়ে বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন দেওয়া হয়