এই মুহূর্তে কলকাতা

পুরসভায় জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা জানালেও এ ব্যাপারে দলের অবস্থান এখনো স্পষ্ট নয়।


কলকাতা, ৩ মার্চ:- সদ্য শেষ হওয়া পুর সভা নির্বাচনে ত্রিশঙ্কু বেলডাঙা, এগরা, চাঁপদানি এবং ঝালদা পুরসভার মধ্যে তিন পুরসভার জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।তবে এব্যপারে তৃণমূল কংগ্রেসের অবস্থান এখনও স্পষ্ট নয়। বেলদা, চাঁপদানি এবং ঝালদা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল হয়ে যাঁরা ভোটের ময়দানে নেমেছিলেন, এখনই তাঁদের দলে ফিরিয়ে নেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে রা্যের মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন।

তিনি বলেন দল এখনও পর্যন্ত নির্দলদের ফেরানোর ব্যপারে কোনও সঙ্কেত দেয়নি । যাঁরা নির্দল তাঁরা নির্দলই থাকবেন। উল্লেখ্য হুগলির চাঁপদানিতে ২২টি ওয়ার্ডের মধ্যে ১০ টিতেই নির্দল প্রার্থীরা জিতেছেন।মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভায় ১৪টি ওয়ার্ডের ৪টি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থীরা৷পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় ১৪টি ওয়ার্ডের মধ্যে ১ টি করে ওয়ার্ডে কংগ্রেস ও নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন৷ পুরুলিয়ার ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে নির্দল প্রার্থীরা ২টি আসনে জয়লাভ করেছেন৷