সুদীপ দাস, ১ মার্চ:- পাটের বর্জ্য থেকে আগুন। মৃত এক মহিলা শ্রমিক। ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মহিলা শ্রমিক। মঙ্গলবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার হোসনেবাদের একটি স্পিনিং মিলে। ওই মিলে মূলতঃ পাটের সুতো তৈরী হয়। মৃত মহিলার নাম অনিমা দাস। বাড়ি মগরার অ্যাডকোনগরে। জখম মহিলা শ্রমিকের নাম সরস্বতী ধার। আহত মহিলাও মগরার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ কারখানার চত্ত্বরে থাকা পাটের বর্জ্যে কোনভাবে আগুন লাগে।
কিছুক্ষনের মধ্যেই সেই অসগুন ভয়াবহ আকার ধারন করে কারখানার ভিতরে ঢুকে যায়। পাট মজুত থাকায় কারখানার ভিতে আগুন ছড়িয়ে পরতে সময় নেয়নি। খবর পেয়ে উপস্থিত হয় দুটি দমকল ইঞ্জিন। টানা ক্যুেকঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে আগুনে পুরে মৃত্যু হয় কারখানার মহিলা শ্রমিক অনিমা দাসের। দ্বগ্ধ অবস্থায় আরও এক মহিলা শ্রমিক সরস্বতী ধারাকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পোলবা থানার পুলিশ।