এই মুহূর্তে জেলা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ঘরে ফিরলেন বালির অন্বেষা দাস।


হাওড়া , ১ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভারতের বহু ডাক্তারি পড়ুয়া আটকে রয়েছেন। এদের অনেকেই দেশে ফিরে আসতে পেরেছেন। অনেকে এখনও দেশে ফিরতে পারেননি। এ রাজ্যের বহু ডাক্তারি পড়ুয়াও রয়েছেন সেখানে। এদের মধ্যেই সোমবার রাতে বিমানে এয়ারপোর্টে ফেরেন হাওড়ার বালির বাসিন্দা অন্বেষা দাস। অন্বেষা ২০২০ সালে ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইউক্রেনে। দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্বেষা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিলেন। তাঁর পরিবারের তরফ থেকেও বারবার সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যেন অন্বেষা সহ সেখানে আটক ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনা যায়। অবশেষে অন্বেষা ঘরে ফিরে আসায় খুশির ছোঁয়া বালির দাস পরিবারে। এদের পরিবার চান তাঁদের মেয়ে যেমন ঘরে ফিরে এসেছেন,

আর যেসব পড়ুয়া যারা এখনও সেখানে আটকে আছেন তাদেরও যাতে সবাইকে সরকারের তরফ থেকে ফিরিয়ে আনা যায়। অন্বেষার পরিবারও এখন সেই আবেদন করছেন সরকারের কাছে। বাড়ি ফিরে এলেও এখনও আতঙ্কের সেই ছবি এখনো স্পষ্ট অন্বেষার চোখে মুখে। চোখ বুজলে এখনো যেন ভয়াবহ সেই যুদ্ধের ছবি ভাসছে চোখের সামনে। এদিকে, ঘরের মেয়েকে ফিরে পেয়ে উৎকণ্ঠা কেটেছে বালির দাস পরিবারের। ইউক্রেন থেকে ভারত সরকারের বিমানে বাড়ি ফিরে এসেছেন বাংলার এই মেয়ে। হাওড়ার বেলুড়ের প্যায়ারী মোহন মুখার্জি রোডের বাসিন্দা অন্বেষা ইউক্রেনের টার্নপিল মেডিকেল ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী ছিলেন। ভয়াবহ যুদ্ধের আতঙ্কের যেন এখনো গ্রাস করে রেখেছে তাঁকে। অবশেষে বাড়ি ফিরতে পারায় খুশি অন্বেষা।