এই মুহূর্তে কলকাতা

বাম আমলের ঋণের বোঝা থেকে রাজ্যকে পাকাপাকি মুক্ত করতে উদ্যোগী সরকার।

কলকাতা, ৮ জুন:- বাম আমলের ঋণের বোঝা থেকে রাজ্যকে পাকাপাকি মুক্ত করতে উদ্যোগী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দীর্ঘদিনের ওই ঋণ চুকিয়ে বাংলাকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে করতে দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশ মাফিক একটি পৃথক তহবিল গঠন করা হয়েছে। ‘কনসোলিডেটেড সিঙ্কিং ফান্ড’ নামক এই তহবিলের অর্থ শুধুমাত্র দেনা পরিশোধের জন্যই ব্যবহার করা হবে বলে অর্থ দফতর জানিয়েছে। অন্য কোন খাতে এই তহবিলের অর্থ খরচ করা যাবে না বলেও রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে। এই তহবিলে অর্থ যোগানোর জন্য প্রতি বছর রাজ্য বাজেট থেকে একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হবে। সরকারি সম্পত্তি বেচে যে টাকা উঠবে, তা-ও এই তহবিলে জমা পড়বে। যে কোনও সরকারি টেন্ডারে অংশ নিতে গেলে প্রত্যেক ঠিকাদারকে সিকিউরিটি ডিপোজিট বা আর্নেস্ট মানি জমা করতে হয়।

অধিকাংশ সরকারি সংস্থা সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেয় না।বছরের পর বছর ট্রেজারিতে পড়ে থাকে। আবার আদালত থেকে জামিন নিতে গেলেও বন্ড জমা দিতে হয়। সেই টাকাটাও সরকারি কোষাগারে জমা থাকে। যদিও বাজেটে তার কোনও হিসেব দেখানো হয় না। সেই টাকা খরচের উপরেও সেই অর্থে নজরদারি থাকে না। সরকারের সিদ্ধান্ত, এখন থেকে এই সব টাকা জমা থাকবে নতুন তহবিলে। এ জন্য নতুন একটি অ্যাকাউন্ট খোলা হচ্ছে। পাশাপাশি এই তহবিলের আয়তন বাড়াতে এখানে জমা থাকা অর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের বন্ড সিকিউরিটি ও শেয়ারে বিনিয়োগ করারও সংস্থান রাখা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য যাতে তাদের ঋণ শোধ করতে পারে সেজন্য দ্বাদশ অর্থ কমিশন এই বিশেষ তহবিল গড়ার পরামর্শ দিয়েছিল সেই মোতাবেক এই তহবিল গঠন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।