এই মুহূর্তে জেলা

বালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। উত্তেজনা।


হাওড়া, ৫ জুন:- পারিবারিক গন্ডগোলকে কেন্দ্র তৃণমূল-বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বালি থানা এলাকা। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে র‍্যাফ নামাতে হয়। জানা গেছে, বালি নবীন সংঘ মাঠের সামনে ডক্টর পি এন ঘোষ রোডে একটি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মীমাংসা করতে এসে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই রাজনৈতিক দলের কর্মীরা। উত্তরপাড়া থেকে বহিরাগতরা এসে হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়। ঘটনায় একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ জানায় জানায় বিজেপি। তৃণমূলের পাল্টা অভিযোগ, তারা মীমাংসা করতে এলে বিজেপির দুষ্কৃতিরা তাদের উপর হামলা চালায়। থানার উভয়পক্ষ অভিযোগ জানিয়েছে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। র‍্যাফ নামানো হয়। এই ঘটনায় রাতেই কয়েকজনকে আটক করা হয়। এলাকা আজও থমথমে।