এই মুহূর্তে কলকাতা

বিজেপির ঢাকা বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের।


কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- আগামীকাল বিজেপির ডাকে বন্ধে জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সমস্ত সরকারি-বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান বাজার যানবাহন চলাচল মসৃণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে।

জোর করে দোকানপাট বন্ধের চেষ্টা করা হলে বা অবরোধ করা হলে ধর্মঘট কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কাল কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কাল অনুপস্থিত কর্মীদের বেতন কাটা হবে পাশাপাশি তাদের কর্মজীবনে ছেদ পড়বে বলে নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।