এই মুহূর্তে রাজ্য

আপ কি দিল্লি ।

 

নিউ দিল্লি,১১ ফেব্রুয়ারি:- আই লাভ ইউ , এমনই ভাবে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন মাফলারম্যান। দিনের শেষে ভোটের ফলাফলের ছবিটা স্পষ্ট হওয়ার পর যে ভঙ্গিতে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন বা নিজেকে দিল্লিবাসীর ছেলে হিসেবে চিহ্নিত করলেন।বেলা গড়িয়েছে, তত আপ-ঝড়ের তীব্রতা বোঝা গিয়েছে। বেলা সাড়ে তিনটে নাগাদ কেজরিওয়াল যখন দলের প্রধান কার্যালয়ে আসেন, তখন সেখানে থিকথিক করছে আপ কর্মীদের ভিড়। চারিদিকে বাজছে ঢোল। আনন্দে আত্মহারা আপ কর্মী-সমর্থকরা। তুমুল হর্ষধ্বনির মধ্যে বক্তব্য শুরু করেন কেজরি। শুরুতেই কিছুটা চমকে দেন। স্লোগান দেন ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দেমাতরম’, ‘ইনকিলাব জিন্দাবাদ’।

There is no slider selected or the slider was deleted.


লোকসভা নির্বাচনের সময় যিনি প্রতি পদে পদে বিজেপির সমালোচনা করেছিলেন, সেই কেজরিওয়াল বিধানসভা নির্বাচনে একেবারে দিল্লি-কেন্দ্রিক ইস্যু নিয়ে প্রচার সারেন। যত ভোটের দিন এগিয়ে আসতে থাকে, তত সেই পুরনো কেজরির ঝলক মেলে। তাতে যেন ভিনটেজ কেজরির বৃত্ত সম্পূর্ণ হল। তাঁরা তৃতীয়বারের জন্য নিজেদের ছেলেকে জেতালেন।’ নিজের সরকারের উন্নয়ন ও সাফল্যের খতিয়ানও তুলে ধরেন কেজরিওয়াল। অথচ মুখে একটিবারের জন্য বিজেপির নাম নিলেন না। তবে বিজেপিকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। কেজরির কথায়, ‘দিল্লির মানুষ আজ দেশে নতুন রাজনীতির ধারার জন্ম দিয়েছেন। যা হল কাজের রাজনীতি।’

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.