হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- আজ মঙ্গলবার মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে উত্তর হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরায়। কোন অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি রাখবেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।
এর পাশাপাশি সালকিয়া বাঁধাঘাট চত্বর সহ উত্তর হাওড়ার বিভিন্ন রাস্তায় চলছে কড়া নজরদারি। রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে ঘাটে নজরদারি চালানো হবে। শীতলা মায়ের স্নানযাত্রায় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। যে রুট ধরে স্নানযাত্রা হবে সেইসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।