এই মুহূর্তে জেলা

রাজ্যে পৌর ভোটের নামে প্রহসন চলছে , আরামবাগে এসে শাসক দলকে একহাত নিলেন দিলীপ।

আরামবাগ, ১৫ ফেব্রুয়ারি:- হুগলির আরামবাগ পৌর নির্বাচনের জন্য ভোট প্রচারে আসলেন বিজেপি নেতা তথা সংসদ দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে সংসদ দিলীপ ঘোষ বলেন রাজ্যে পৌর ভোটের নামে প্রহসন চলছে। যেইখানে বিধানসভা ও লোকসভা তে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিল সেই জায়গাতেই প্রার্থী দিতে পারছে না বিজেপি। শাসক দলের প্রার্থীরা ৮০% থেকে ৮২% ভোট পাচ্ছে বাকি দলের প্রার্থীরা তুলনামূলকভাবে অনেক কম ভোট পাচ্ছে। রাজ্য সরকার দাবি করছে শান্তি পূর্ণ ভোট চলছে। অথচ এতগুলো যে পুরভোট হয়েছে বেশিরভাগেতেই প্রার্থী দিতে পারছে না বিজেপি। কারণ একটাই শাসকদলের চমকানি ধমকানি। দিলীপ ঘোষ বলেন সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপির পাশে আছে। ১০৮ টা যে পৌরসভার ভোট এখনো বাকি আছে তাতে আমরা জিতবো। আরামবাগ পৌরসভার ভোট প্রচার নিয়ে তিনি বলেন রাজ্য সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে আটকাচ্ছে ও মিথ্যা মামলা দিচ্ছে।

গ্রুপ সি, গ্রুপ ডি ও এসএসসি মামলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাইকোর্টে যে ভৎসনার মুখে রাজ্য সরকারকে পড়তে হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয়। এটা রাজ্য সরকারের কাছে অসন্মান জনক। আসলে রাজ্য সরকার কোনও কিছুই মানছে না।তিনি আরো বলেন রাজ্য সরকার কোন কাজ ঠিকঠাক না করার জন্যই হাইকোর্টে ভৎসনায় মুখ পুড়ছে।সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি আরও বলেন, শাসক দলের নাক কান কাটা। কোনও কিছু বলেও লাভ নেই।পাশাপাশি তিনি বলেন নির্বাচন কমিশন নির্বাচন করাতে পারছে না। তিনি জানান এই সরকার নিয়ম, নীতি,সংবিধান কিছুই মানছে না।উল্লেখ্য এদিন তিনি প্রথমে আরামবাগের দৌলতপুর বিজেপি পার্টি অফিসে আসেন এবং সেখানেই সাংবাদিক সম্মেলন করেন। পরে দুপুর 3 টে নাগাদ আরমবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিয়ে ভোট প্রচার করেন। আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ড ও ১৯ নম্বর ওয়ার্ডে পৌর ভোটের প্রচার করতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে।