কলকাতা, ৪ জুলাই:- মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুকের প্রবেশ ও রাতভর লুকিয়ে থাকার ঘটনা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তাঁর নিরাপত্তা ফের পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি বিষয়টি নিয়ে নবান্নে বৈঠকে বসেছেন।
রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে ওই বৈঠকে ঘটনার পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও মজবুত করার বিষয়েও আলোচনা চলছে বলে প্রশাসনিক সূত্রে খবর।