এই মুহূর্তে কলকাতা

নিঃশর্তে জমির অধিকার পাবে উদ্বাস্তু কলোনির বাসিন্দারা সহ মতুয়া সম্প্রদায়।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মতুয়া সম্প্রদায় সহ রাজ্যের সমস্ত উদ্বাস্তু কলোনির বাসিন্দারা নিঃশর্তে জমির অধিকার পাবেন। তাঁদের অস্তিত্ব সংক্রান্ত সমস্যার সমাধান হবে। নাগরিকত্ব নিয়ে তাঁদের যে দাবি সেই দাবিও মান্যতা পাবে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার উদ্বাস্তু কলোনির প্রায় ২০০০ পরিবারের হাতে নিঃশর্তে জমির দলিল তুলে দেওয়ার সরকারি প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষনা করেন। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বিজেপি নেতৃত্বকে আক্রমণ করে মতুয়াদের বার্তা দেন। বলেন, ‘নিজভূমি নিজ প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে ৩ লক্ষ ৫০ হাজার পরিবারকে গৃহপাট্টা, কৃষি পাট্টা, বনজ পাট্টা দেওয়া হয়েছে।

মেদিনীপুর এলাকায় খাসমহলে পাঁচটি মৌজায় জমির সেটেলমেন্ট করা হয়েছে। ফলে জমির অধিকার দেওয়া হয়েছে আরও ১২ হাজার পরিবারকে। কোনও উদ্ধাস্তু নিঃশর্ত জমির দলিল পাওয়া থেকে বাদ যাবে না। এর মধ্যে মতুয়ারাও থাকবেন। তাঁরাও বাদ যাবেন না। পাট্টা সময়ে সময়ে দেওয়া হবে। গত তিন বছরে ২৭ হাজারের বেশি পাট্টা বিলি করেছি। ৫২ হাজারের বেশি মানুষ উপকৃত হয়েছেন। আমি নিজে উদ্বাস্তু নিয়ে অনেক আন্দোলন করেছি। তাই আমরা ক্ষমতায় এসে ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। রাজ্য সরকারের যত কলোনি আছে প্রত্যেকটি আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে।