সুদীপ দাস, ১০ ফেব্রুয়ারি:- তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র গানেই ভরসা করে শেষ বেলায় প্রচার বিজেপির। এমনই ঘটনা চন্দননগরের ১৫নম্বর ওয়ার্ডের গড়ের ধারে। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী লক্ষ্মী পাশমানের সমর্থনে প্রচারের শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটি পথসভা করার কথা বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার। এদিন সকাল থেকে তারই প্রস্তুতি শুরু হয়। সকাল থেকেই ফ্ল্যাগ-ফেস্টুন বাঁধার কাজে ব্যাস্ত হয়ে পরেন বিজেপি কর্মীরা। মঞ্চের সামনে সকাল থেকেই চলতে শুরু করে মাইক।
সেই মাইকেই অনবরত চলতে থাকে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র গান “এই তৃণমূল আর না, আর না”! চন্দননগর পুরনিগমে পদ্মফুল ফোটাতে খোদ তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র গলায় বাজতে থাকে “ফুটবে এবার পদ্মফুল”! যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বদের বক্তব্য গানটি বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন বিজেপির জন্যই গেয়েছিলেন। বাবুল সুপ্রিয় ভেবেছিলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তিনি টলিউডের দখল নেবেন। কিন্তু সেই স্বার্থসিদ্ধি না হওয়ায় জন্যই তিনি তৃণমূলে গেছেন। রাজনৈতিক বাবুলের সাথে মতবিরোধ থাকলেও গায়ক বাবুলের উপর কোন রাগ নেই আমাদের।