এই মুহূর্তে জেলা

বেহাল রাস্তা নতুন করে সংস্কারের দাবি তুললো স্থানীয় বাসিন্দারা।

হুগলি , ২৫ সেপ্টেম্বর:- হুগলি জেলার বলাগড় বিধানসভা অন্তর্গত বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলিয়াপাড়া থেকে ধোবাপাড়া হয়ে মটুকপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা বেহাল। অন্যদিকে কুলিয়াপাড়া থেকে জিতারপুর, ক্ষেতপুর, তিলডাঙ্গা ,ইলামপুর, সায়রা বটতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা বেহাল অবস্থা। পার্টি আসে পার্টি যায় নতুন করে সংস্কার হয়নি রাস্তা অভিযোগ গ্রামবাসীদের। বাম আমলে তৈরি এই রাস্তা দুটি একবারও সংস্কার হয়নি জানালেন গ্রামবাসীরা এই দুটি রাস্তা দিয়ে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াত। এই দুটি রাস্তা দিয়ে যেতে হয় রাশিয়ান অফিস পোস্ট অফিস লাইব্রেরী হসপিটাল হিমঘর গুপ্তিপাড়া সবজি বাজার। বর্ষার সময় হয়ে ওঠে পুকুর বা নদীর মত। বাকুলিয়া ধোপাপাড়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগ তোলেন শাসকদলের বিরুদ্ধে। নয় বছরের বিধানসভা বলাগড় বিধানসভা কাজ হয়নি কোনো অভিযোগ তুললেন স্থানীয় স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক শিবির বিজেপি।