আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করলো পুলিশ প্রশাসন। এদিন আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের কালীপুর ও হরপুর এলাকায় আরামবাগ পৌর নির্বাচনের প্রাক্কালে আরামবাগ থানার পুলিশের রুট মার্চ হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। যাতে করে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। উল্লেখ্য আরামবাগ পৌরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১২ ও ১৮ নম্বর ওয়ার্ড সব থেকে বেশি রাজনৈতিক ভাবে উত্তেজনা প্রবন এলাকা। হঠাৎ করেই গন্ডগোল যাতে না হয় সেই দিকে দৃষ্টি রেখেই পুলিশ প্রশাসন এদিন ওই এলাকায় রুট মার্চ শুরু করে।
এমনিতেই তৃনমুলের প্রার্থী তালিকা ঘোষনার পর থেকেই আরামবাগের বেশ কয়েকটি ওয়ার্ডে বিক্ষোভ চলে। এদিন সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ হয়। দুপুরে আরামবাগ তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবী তুলে বিক্ষোভ দেখায়। অপরদিকে বিকালে ১৬ নম্বর ওয়ার্ড এবং সন্ধ্যায় আট নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবী তুলে তৃনমুলের একাংশ বিক্ষোভ দেখায়। পুলিশ প্রশাসন ভোট নির্বিঘ্নে পরিচালনা করতে বদ্ধ পরিকর। তাই এদিন পৌরভোটে শান্তি বজায় রাখতে আরামবাগে পুলিশের রুটমার্চ হয়।