সুদীপ দাস, ৬ ফেব্রুয়ারি:- বছর পাঁচেক আগে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের রং ছাড়া রঙীন ছবি তৈরী করেছিলেন কোলাজ সম্রাট তথা ব্যান্ডেলের বাসিন্দা তপন সাহা। সেই ছবিতে প্রান দিতে শিল্পীর সময় লেগেছিলো টানা দু’মাস। তপনবাবুর ইচ্ছা ছিলো ছবিটি নিজ হাতে লতাজিকে তুলে দেবেন। তাঁর প্রচেষ্টাও কম করেননি তপন সাহা। বছরখানেক আগে কোলকাতার এক ফটোগ্রাফার বন্ধুর দৌলতে সুর-সম্রাজ্ঞীর ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সাথে কথা হয় তপনবাবুর। নিজের ইচ্ছার কথা জানান তিনি। তপনবাবু বলেন গতবছর ২০ শে সেপ্টেম্বর হৃদয়নাথের সাথে শেষবারের মতো ফোনে কথা হয়েছিলো আমার।
তিনি বলেছিলেন দিদির শরীরটা খারাপ। এখন কারোর সাথে দেখা করছেন না। যখন সকলের সাথে আবার দেখা করবেন তখন আপনি এসে দিদিকে ছবিটি উপহার দিয়ে যাবেন। আশায় ছিলেন তপন সাহা। কিন্তু রবিবার সকাল ৮ টা বেজে ১২ মিনিটে সুর সম্রাজ্ঞীর হৃৎস্পন্দন থমকে যাওয়ার সাথে সাথেই কোলাজ সম্রাটের আশাও নিষ্প্রভ হলো। এদিন সযত্নে রাখা লতাজির সেই ছবির পানে চেয়ে রইলেন তপন সাহা। নিজের হাতে প্রান দেওয়া সুর-সম্রাজ্ঞীর অবয়ব জীবন্ত লতাজির হাতে তুলে দেওয়া হলো না কোলাজ সম্রাটের। আক্ষেপটা তাই আজীবন থেকেই যাবে তপনবাবুর!