এই মুহূর্তে জেলা

প্রশ্নপত্র ফাঁস করাটাই এখন সরকারের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে – দিলীপ ঘোষ।


হুগলি,১৮ ফেব্রুয়ারি:-  এ রাজ্যে চাকরির কোনো পরিবেশ নেই তারই জন্য প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে বাংলার বাইরে চলে যাচ্ছেন। আজ রিষড়ায় পুরো নির্বাচনের প্রস্তুতি সভায় এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাকে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের অর্থমন্ত্রী দাবি করেছেন এ রাজ্যে একমাত্র রাজ্য যেখানে উন্নয়ন ঊর্ধ্বমুখী। সবথেকে উন্নয়ন সারা দেশের মত পশ্চিমবঙ্গেই হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ বাবু জানান তাই যদি হতো তাহলে বেকার ছেলেরা এরাজ্যে থাকত। এখান থেকে তাদের রুটি রোজগারের জন্য রাজ্যে যেতে হতো না । এমনি উন্নয়ন এখানে হয়েছে। অন্যদিকে রাজ্যে বিভিন্ন জায়গায় পুলকার দুর্ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন পরিবহনে রাজ্যে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                       কোন রকম ব্যবস্থা নেয়া হয় না। নিয়মনীতির তোয়াক্কা নাকরে ইচ্ছামত পুলকার চলছে। এমনও দেখা গেছে নেশাগ্রস্ত অবস্থায় বাচ্চা বাছাছেলেদের মেয়েদের নিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে। মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান আমি দেখেছি হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়েছে এই খবরটা ঘুরে বেড়াচ্ছে । পরীক্ষা হবে প্রশ্নপত্র ফাঁস হবে না এটাই রাজ্যের একটি ট্রেডিশন পার্থবাবুকে ধন্যবাদ তিনি এই বজায় রেখেছেন ।অন্যদিকে হাওড়া এবং কলকাতা পুরসভার নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন রাজ্য সরকার নির্বাচনের দিনক্ষণকবে হবে তা তাদের সুবিধামতো প্রস্তাব দিয়েছেন আমরা দেখছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে মাত্র ১৫ দিন সময় পাওয়া যায় প্রচারের জন্য ।আমরা কমিশনের কাছে যাব এবং বলবো অন্তত ২৫ দিন সময় দেয়া হোক যাতে প্রার্থীরা ঠিকমতো তাদের প্রচার করতে পারেন। তিনি জানান এবারের পুরো নির্বাচনে বিজেপি প্রতিটি পুরসভার প্রতিআসনেই প্রার্থী দেবে। এবং তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.