এই মুহূর্তে জেলা

চাঁপদানির বিধায়ককে প্রার্থী করার দাবিতে পথ অবরোধ তৃণমূলের একাংশের।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- বিধায়ককে পুরসভার ভোটে প্রার্থী করতে হবে এই দাবীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ বৈদ্যবাটিতে। চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন বৈদ্যবাটি পুরসভারও চেয়ারম্যান ছিলেন। তৃনমূলের দলীয় সিদ্ধান্ত এবার কোনো বিধায়ককে পুরভোটে প্রার্থী করা হবে না। তৃনমূলের পুরভোটের প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছিল তাতে অরিন্দম গুঁইনের স্ত্রীর নাম ছিল। পরে সংশোধিত তালিকায় অরিন্দম গুঁইন এর নাম দেখা যায়। পার্থ চট্টোপাধ্যায় বিধায়ককে ফোন করে জানিয়ে দেন দলের সিদ্ধান্ত কোনো বিধায়ক প্রার্থী হবে না। তাই অরিন্দম গুঁইনকেও সরে যেতে হবে।

চাঁপদানীর বিধায়ক সেই কথা শুনেছেন তিনি জানিয়েছেন দলের সিদ্ধান্ত মেনে চলবেন। তারপরেও আজ তার অনুগামীরা বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। তৃনমূল কর্মিদের দাবী বজবজের বিধায়ক যদি টিকিট পেতে পারে চাঁপদানীর বিধায়ক নয় কেন ? বিধায়ক অরিন্দম গুঁইনকে প্রার্থী করার পাশাপাশি আরো যাদের প্রার্থী করা হয়েছে তাদেও বাদ দিতে হবে। কারন তারা দূর্নীতিগ্রস্ত। প্রমোটারদের প্রার্থী করা হয়েছে। যারা বিধানসভায় অরিন্দম গুঁইনকে হারানোর চেষ্টা করেছে তাদের প্রার্থী করা হয়েছে। তাই তাদের এই প্রতিবাদ।