এই মুহূর্তে জেলা

মড়ার খাটে তুলে কেন্দ্রীয় বাজেটের প্রতীকী কুশপুতুল পোড়ালো তৃণমূল।

হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় বাজেটকে স্বপ্নভঙ্গের বাজেট বলে আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন এই বাজেট আস্ত শূন্য ছাড়া কিছু নয়। এটি পেগাসাস স্পিন বাজেট। এবার এই বাজেট নিয়ে বিক্ষোভ হলো হাওড়ায়। শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা বৃহস্পতিবার বাজেটের কুশপুতুল সাজিয়ে মড়ার খাটে তুলে শহরের রাস্তা প্রদক্ষিণ করেন। এরপর সেই বাজেটের কুশপুতুল পোড়ানো হয়।

টিএমসিপি’র অভিযোগ, এই বাজেট কেন্দ্রীয় সরকারের মৃত বাজেট। এই বাজেটে গরীব মানুষদের কোনো উপকার হয়নি। মোবাইলের দাম কমলে তো কি হয়েছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে। গরীব মানুষের উন্নয়নের দিশা নেই এই বাজেটে। তাই তাঁদের এই অভিনব প্রতিবাদ।