কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- স্কুল কলেজের পর এবার করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্যের সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আইসিডিএস গুলি খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পরেই আইসিডিএস কেন্দ্র গুলি খুলে যাবে। তবে টিকা পাওয়ার কারণে একেবারে কচি কাঁচাদের স্কুলে গিয়ে ক্লাস এখনই শুরু করা হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন আরো কিছুদিন পরিস্থিতির ওপর নজর রেখে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। থেকে মা ও শিশুদের পুষ্টিকর খাবার-দাবার দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। করোনার কারণে রান্না করা খাবার দেওয়া এতদিন বন্ধ ছিলো। তবে মিড ডে মিলের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়াদের জন্য শুরু হওয়া পাড়ায় শিক্ষালয় গুলিতেও অঙ্গনওয়াড়ি মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।