এই মুহূর্তে জেলা

স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ চাষের জমিতে, অভিনব উদ্যোগ হুগলি কৃষি দপ্তরের।

হুগলি, ১১ জানুয়ারি:- বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প ব‍্যায়ে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো হুগলি জেলা কৃষি দপ্তর। আজ সিঙ্গুর ব্লকের ২ নং গ্রাম পঞ্চায়েতের আথালিয়ায় কৃষি জমিতে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। জেলা কৃষি দপ্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ জেলা কৃষি দপ্তরের আধিকারীরা। কীটনাশক স্প্রে ড্রোন কেনার জন্য “মাটির কথা” সরাকরি পোর্টালে আবেদন করতে হবে কৃষক দের।

আগামী ২১ জানুয়ারি মধ্যে আবেদন করলে কীটনাশক স্প্রে ড্রোন সহ অন্যান্ন কৃষি সরঞ্জাম কেনার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন কৃষকরা এমনটাই জানিয়েছে জেলা কৃষি দপ্তর। মূলত স্বল্প ব্যয়ে, খুব কম সময়ের মধ্যে জমিতে কীটনাশক স্প্রে করার জন্যই এই আধুনিক কীটনাশক স্প্রে ড্রোন তৈরি করেছে রাজ্যের কৃষি দপ্তর। বর্তমানে কৃষি কাজের শ্রমিকের অভাব মেটাতে এবং কৃষকদের আর্থিক সাশ্রয় ও সময় বাঁচানোর দিকে নজর রেখেই রাজ্যের কৃষি দপ্তরের এই উদ্দ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী বেচরাম মান্না।