হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু কেন হাওড়ার একটি স্কুলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর হাওড়ায় সালকিয়ার ওই স্কুলে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা স্কুলে হাজির হয় বলেও জানা যায়। এই খবর পাওয়ার পর সংবাদমাধ্যমের কর্মীরা সেখানে পৌঁছালে স্কুলের তরফ থেকে দাবি করা হয় তাদের অনুমতি রয়েছে। যদিও হাওড়া ডিপিএসসি’র চেয়ারম্যানের দাবি, এ ধরনের কোনও নির্দেশ দেওয়া হয়নি। তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
হাওড়া ডিপিএসসি’র চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, ফাইভ এর ক্লাস স্কুলে নেওয়ার কোনও নির্দেশ জেলা পরিদর্শক দেননি। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাদের অর্ডার মেইল করে দেওয়া হয়েছে। ৭ তারিখ থেকে সরকারি নির্দেশ মেনে পাড়ায় পাড়ায় পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালাতে হবে। তিনি জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ গাইডলাইন ঠিকমতো ফলো করেনি। স্কুল নিজের দায়িত্বে ক্লাস করেছে। এব্যাপারে ম্যানেজিং কমিটির সাথে কথা হয়েছে। এমন সিদ্ধান্ত স্কুল নিতে পারে না। এমনকি ডিআইও নিতে পারেননা। এটা সরকারি নির্দেশ। এ ব্যাপারে অবশ্যই তদন্ত করা হবে। এবং ব্যবস্থা নেওয়া হবে।