এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ আরামবাগে।

হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- তৃনমুল কংগ্রেসের প্রার্থী এলাকায় ঢুকতেই ব্যাপক বিক্ষোভ স্থানীয় মানুষের। তাদের দাবী দিদিকে চাই কিন্তু তৃনমুলের এই প্রার্থীকে চাই না। কাউন্সিলার থাকালিন কোনও কাজ হয়নি। প্রার্থী সঙ্গে থাকা সাংসদ ও প্রাক্তন পৌর প্রশাসক তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ চলতে থাকে। ঘটনাটি ঘটেছে আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডে। শনিবার সকালে আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পারমিতা ঘোষ ভোট প্রচার শুরু করেন। সাথে ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগের প্রাক্তন পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী। ভোট প্রচার চলাকালিন এলাকার মানুষ তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গরীব মানুষদের বাড়ি কেন দেওয়া হয়নি প্রশ্ন তোলেন।

There is no slider selected or the slider was deleted.

এলাকার মানুষের অভিযোগ যিনি প্রার্থী হয়েছেন অর্থাৎ পারমিতা ঘোষ তিনি উন্নতির থেকে বেশি অবনতি করেছেন। তাদের অভিযোগ ইচ্ছা করে এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা কেস দিয়েছেন। এই রখম একজন প্রার্থীকে ভোট দেওয়া যায় নাকি। যদিও এই বিষয়ে তৃনমুলের ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরিনিতা ঘোষ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। এদের বাড়ির দলিল নেই বলে বাড়ি পায়নি। সরকারি অন্যান্য প্রকল্পে এরা সুবিবা পেয়েছে। কোনও মামলা হয়নি। ভুল কথা। অপপ্রচার হচ্ছে। সবমিলিয়ে এদিন আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরিনিতা ঘোষ প্রচারে বেড়িয়ে ক্ষোভের মুখে পড়েন। আর এই ঘটনায় অস্বস্তিতে দল।

There is no slider selected or the slider was deleted.