উঃ২৪পরগনা, ২৪ অক্টোবর:- ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় যুব তৃণমূল নেতাকে দুষ্করিদের গুলি।গুলিতে জখম রাজ পাণ্ডে নামে যুব তৃণমূল নেতা গতকাল রাতে যখন তাদের এলাকার কালীপুজো প্রাঙ্গণে বসে ছিল। সেই সময় তিনটি বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার হাতে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
