এই মুহূর্তে

মুকুল রায়ের দলত্যাগী বিরোধী আইনের শুনানি শেষ হলেও বিজেপির তরফে কোনো প্রশ্ন বা উত্তর আসেনি।

কলকাতা, ২৮ জানুয়ারি:- দলত্যাগী বিরোধী আইনে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের শুনানী শেষ হয়েছে। মুকুল রায়ের আইনজীবিরা এদিন জানিয়েছেন বিরোধী বিজেপির তরফে আজ এই বিষয়ে নতুন কোন প্রশ্ন বা উত্তর আসেনি। মুকুলবাবু অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেননি বলে তার আইনজীবিরা আজ শুনানিতে জানিয়েছেন।

এইদিকে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা জানিয়েছেন পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদ নিয়ে সুরাহা না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। উল্লেখ্য আদালত গত ১৭ জানুয়ারী আগামী দুই সপ্তাহের মধ্যে অধ্যক্ষকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল।