সুদীপ দাস, ২৮ জানুয়ারি:- প্রথম করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) নিয়েছিলেন ৩০শে জুলাই, ২০২১। এরপর ২য় ডোজ নেওয়ার আগেই মারা যান সেই বছরের ৩১শে অক্টোবর। অর্থাৎ ওই ব্যাক্তির ২য় কোভিড ভ্যাকসিন নেওয়ার আগেই তিনি মারা গেছেন। অত্যন্ত সহজ এই বিষয়টিই সহজভাবেই বোধগম্য হয়েছিলো মৃত ব্যাক্তির ছেলের। কিন্তু বাবার মৃত্যুর পর প্রায় ৩মাসের পথে মোবাইলের একটি মেসেজ সেই সহজ বিষয়টিকেই জটিল করে তুলেছে। গত ২৫শে জানুয়ারি আসা সেই মেসেজে দেখা যাচ্ছে বাবার ২য় কোভিশিল্ড নেওয়া কমপ্লিট হয়েছে। শংসাপত্রের জন্য অমুক লিঙ্কে ক্লিক করুন।
ব্যাস! চক্ষু চড়কগাছ পুত্রের। ঘটনাটি হুগলীর সাতঘড়ায়। মৃত ব্যাক্তির নাম মনোরঞ্জন হাতি (৬৪)। মনোরঞ্জনবাবুর ছেলে আশীষ হাতি বলেন গত বছর ৩০শে জুলাই বাবার ১ম ভ্যাকসিন নেওয়া হয়। এরপর ২য় ভ্যাকসিনের আগেই বাবা বার্ধক্যজনিত কারনে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মারা যান গত ৩১শে অক্টোবর। এ পর্যন্ত সব ঠিকই ছিলো। কিন্তু চলতি মাসের ২৫ তারিখ মোবাইলে বাবার ২য় ডোজ নেওয়া সম্পন্ন হলো রিষড়া সেবা সদন হাসপাতালে এই মর্মে একটি মেসেজ এলো। তারপর থেকেই ভাবছি এটা কি করে সম্ভব। তবে বিষয়টি জানাজানি হতেই ময়দানে নেমেছে বিজেপি। বিজেপি বক্তব্য এ রাজ্যে যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে এটা তারই একটা প্রমান। অপরদিকে তৃণমূলের দাবি এই মেসেজ আদান প্রদান হয় কেন্দ্রীয় সরকারের কো- উইন অ্যাপের মাধ্যমে। এখানে রাজ্য সরকার বা পৌরসভার কোন দায় থাকতে পারেনা।