এই মুহূর্তে কলকাতা

ব্যাংক একাউন্ট না থাকলেও দুয়ারে সরকার শিবির থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে।

কলকাতা, ২৮ জানুয়ারি:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাঁরা আবেদন করবেন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে দুয়ারে সরকার শিবির থেকেই তার ব্যবস্থা করে দিতে হবে। বৃহস্পতিবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে প্রত্যেক উপভোক্তার যেন একটাই অ্যাকাউন্ট থাকে। তাঁর কাছে অভিযোগ এসেছে একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকায় একজন মহিলা অনেক বেশি টাকা পেয়ে যাচ্ছেন। এই অভিযোগ যেন আর না ওঠে তা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া দুয়ারে সরকার থেকে খাদ্য সাথী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডারের মত পরিসেবা দেওয়ার সময় আধার সংযুক্তিকরণ করে দিতে হবে। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রক্লপ সম্বন্ধে এবং আবেদন করতে পারেন তার জন্য বাংলা সহায়তা কেন্দ্রকে আরও সক্রিয় করতে হবে।

বাংলা আবাস যোজনার ফেজ–২ এ তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য আবেদনকারীদের কীভাবে যুক্ত করা যায় তার জন্য জেলাশাসকদের একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে বলা হয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ২ থেকে ৩টি পাড়ায় সমাধানের শিবির করতে হবে। পাড়ায় সমাধানে যাঁরা সমস্যা জানাতে আসবেন, তা যেন শিবিরেই শোনা হয়। অন্য কোনও কার্যালয়ে যেন না জানান, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাড়ায় সমাধান শিবিরে যেসব সমস্যার কথা বলা হবে তার মধ্যে যদি কোনও প্রকল্পের বিষয় থাকে তাহলে সেটি যদি অনুমোদিত হয়ে থাকে তবেই তা করা যাবে। দুয়ারে সরকার শিবিরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য এলাদা কাউন্টার করে দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎসজীবী ক্রেডিট কার্ড এবং আর্টিজান ক্রেডিট কার্ড পেতে যাঁরা আবেদন করবেন, অগ্রাধিকারের ভিত্তিতে তা যেন করে দেওয়া হয়।, তারও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফার দুয়ারে সরকার শিবির এবং ১ ফেব্রুয়ারী থেকে পাড়ায় সমাধান শিবির শুরু হচ্ছে।