কলকাতা, ১২ অক্টোবর:- দেশের সেরা ১০ স্কুলের তালিকায় দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ স্থান পেয়েছে। ওই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার এই স্কুল। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য উঠে এসেছে। এ রাজ্যের এই একটি স্কুলই এই সম্মান পেয়েছে। যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ ডক্টর পরিমল ভট্টাচার্য এই বিষয়ে বলেন, “দেশের শিক্ষাক্ষেত্রে ষষ্ঠ স্থান অধিকার করেছে আমার স্কুল, খুবই ভাল লাগছে।
সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবকদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই। আগামীদিনেও যাতে সকলের প্রচেষ্টায় বিদ্যালয় আরও এগিয়ে যায় এবং নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করে, এই কামনা করি।” প্রতি বছরই দেশের সেরা সরকারি স্কুলগুলির তালিকা প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে। চলতি শিক্ষাবর্ষেও প্রকাশিত হয়েছে সেই তালিকা। তার প্রথমেই নাম রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়।