এই মুহূর্তে জেলা

চুরি ডাকাতির ঘটনায় দিনভর তল্লাশি চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করলো আরামবাগ থানা।

আরামবাগ, ২৭ জানুয়ারি:- আরামবাগ থানার বিরাট সাফল্য।চুরি ও ডাকাতির ঘটনায় বুধবার দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন মহিলা। এনিয়ে বৃহস্পতিবার প্রেস মিট করলেন হুগলি পুলিশ সুপার অমন দীপ। মঙ্গলবার সকালে আরামবাগ শ্রীনিকেতন পল্লী থেকে প্রথমে চার জনকে ধরা হয়। ওই ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে ধরেছিলেন কনস্টেবল ধনঞ্জয় খাঁ ও চিরঞ্জিত রায় ওরফে পাপ্পু।

পরে সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকিদের ধরা হয়। ধৃত ওই দুষ্কৃতীরা যদিও দাবি করছে, তাদের রাজস্থানে বাড়ি, কিন্তু পুলিশ জানিয়েছে তাদের উত্তরপ্রদেশে বাড়ি। তাদের মধ্যে ১০ জনকে ১০ দিনের পুলিশী হেফাজতে ও ৪জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মহকুমা আদালত।। ইতিমধ্যেই পুলিশ ডাকাতদের কাছ থেকে দেড় লক্ষ টাকা, ডাকাতির জন্য ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র সহ প্রায় হাফ কিলো সোনা ও রুপোর গহনা উদ্ধার করেছে।। ডাকাতদলটি ধরা না পড়লে আরো বড়সড় ডাকাতির ঘটনা ঘটতে পারত বলেই মনে করছে পুলিশ।