হাওড়া, ২৭ জানুয়ারি:- কোভিড বিধি মেনে গত ২৪ জানুয়ারি থেকে কলকাতায় রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্যান খোলা হলেও এখনও সেই নির্দেশ মেনে প্রাতঃভ্রমণকারীদের জন্য খোলা হয়নি হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দরজা। এই নিয়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। শিবপুর বোটানিকাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই আন্দোলন শুরু হয়েছে। তাদের দাবি, রাজ্য সরকারের কোভিড গাইডলাইন মেনে শিবপুর বোটানিক্যাল গার্ডেন সাধারণ মানুষের জন্য এবং প্রাতঃভ্রমণকারীদের জন্য গত ৩ তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়। এর পরবর্তীকালে সরকারি নির্দেশ অনুযায়ী প্রাতঃভ্রমণকারীদের জন্য উদ্যান খোলার কথা বলা হলেও নতুন করে সেই নির্দেশ এখনও মানেনি শিবপুর বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের তরফ থেকে রাকেশ মালু জানান, পশ্চিমবঙ্গ সরকারের কোভিড বিধিনিষেধ অনুযায়ী বাগান গত ৩ জানুয়ারি থেকে প্রাতঃভ্রমনকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। অথচ বর্তমানে বিধিনিষেধ লঘুকরণের মাধ্যমে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সরোবর ইত্যাদি প্রাতঃভ্রমণকারীদের জন্য ২৪ তারিখ থেকে খুলে দেওয়া হলেও, শিবপুরের এই উদ্যান এখনও খুলে দেওয়া হয়নি। এই নিয়ে ফের আন্দোলনে নেমেছি এখানকার প্রাতঃভ্রমণকারীদের সংগঠন। বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস দাস জানান, রাজ্য সরকারের কোভিড বিধি মেনে গত ৩ জানুয়ারি থেকে বোটানিক্যাল গার্ডেনের গেটে নোটিশ ঝুলিয়ে উদ্যানের গেট বন্ধ আছে। এরপর পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশে সমস্ত গার্ডেন মর্নিং ওয়ার্কারদের জন্য খুলে দেওয়া হলেও বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ সেই নির্দেশ মেনে এখনও পর্যন্ত গার্ডেনের দরজা মর্নিং ওয়ার্কারদের জন্য খুলে দেয়নি। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি। বুধবারের পর আমরা বৃহস্পতিবারেও গার্ডেনের গেটে প্রতিবাদ জানিয়েছি। এই নিয়ে কর্তৃপক্ষকে আমরা ডেপুটেশন দেব।