এই মুহূর্তে জেলা

অবৈধ নির্মাণের প্রতিবাদে পথ অবরোধ চাষীদের।

খানাকুল, ২৭ জানুয়ারি:- অবৈধ্য নির্মানের প্রতিবাদে পথ অবরোধ চাষীদের। ঘটনাটি ঘটেছে খানাকুলের মধ্যরঙ্গ এলাকায়। পথঅবোরধের জেড়ে যানজটের সৃষ্টি হয়। চাষীদের স্বার্থে এদিন অবৈধ্য নির্মান বন্ধ করতে এলাকার মানুষও পথঅবোরধে সামিলমহন। পাশাপাশি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ পথঅবোরধে যোগ দেওয়ায় পথঅবোরধের ঘটনা রাজনৈতিক মাত্রা পায়। এলাকার চাষীদের অভিযোগ মায়াপুর থেকে গড়েঘাট রাস্তার দুই পাশে যে খাল রয়েছে সেখানে অবৈধ্যভাবে নির্মাণ করা হচ্ছে। তাদের দাবী এই অবৈধ নির্মানের প্রতিবাদ করে চাষীরা।

কিন্তু কিছু অসাধু মানুষ চাষীদের মারধর করার হুমকি দেয় বলে অভিযোগ। এমন কি প্রশাসনকে জানিয়েও ফল না হওয়ায় এদিন পথঅবোরধ করে এলাকার চাষীরা। চাষীদের সঙ্গে বিজেপি কর্মীরাও পথঅবোরধ করে। এই বিষয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান, গড়ের ঘাট থেকে মায়াপুর গামী রাস্তার দুই পাশে অবৈধ্য নির্মান চলছে। প্রশাসনকে বলেও কাজ হচ্ছে না। উল্টে চাষীদের মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। চাষীরা জল পাচ্ছে না। এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাইছি খালের ওপর অবৈধ্য ভাবে নির্মান বন্ধ করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।