এই মুহূর্তে জেলা

দুই জায়ের হাতাহাতিতে উত্তপ্ত এলাকা।


হুগলি, ২৫ জানুয়ারি:- পারিবারিক অশান্তির জেরে এক মহিলা আহত হল। ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের। জমি সংক্রান্ত বিষয়ে আগে ঝামেলা হয়েছিল জয়ন্ত মন্ডল ও বাপি মন্ডলের সংগে।এক সাথে বসবাস করছিল দুই ভাই। পরে তারা আলাদা বাড়িতে থাকতে শুরু করে।

সোমবার দুই ভাই এর স্ত্রী মধ্যে প্রথমে বচসা পরে মারামারিতে জড়িয়ে পড়ে দুই বৌ। বাপি মন্ডলের স্ত্রী প্রতিমা রাস্তায় থুতু ফেলেছিল। আর এই দেখে জা রত্না মনে করেছে তার দিকে লক্ষ্য করে থুতু ফেলেছে। মারামারিতে দু জনে জড়িয়ে পড়লে আহত হয় প্রতিমা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানা।