এই মুহূর্তে জেলা

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর।


হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- বিয়ের আটমাসের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধুর। শ্বশুরবাড়ীর লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের বাপের বাড়ির। ঘটনাটি চুঁচুড়ার রবীন্দ্রনগর কালিতলা এলাকার। মৃতের নাম রিম্পা কর্মকার। আট মাস আগেই উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা রিম্পার দেখাশোনা করে বিয়ে হয় কালিতলার কাপড় ব্যবসায়ী রঞ্জিত সাহার।

বর্তমানে রিম্পা অন্তঃসত্বা ছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অছিলায় রিম্পাকে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ীর লোকেরা। গতকাল গভীর রাতে রঞ্জিত শ্বশুরবাড়ীতে ফোন করে জানায় রিম্পা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে শ্বশুরবাড়ীর চারজনের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে রিম্পার বাপের বাড়ির লোকেরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।