সুদীপ দাস, ২১ জানুয়ারি:- দাদার পরে ভাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিল ঈশান পোড়েল এর ভাই অভিষেক পোড়েল। করোনার কারণে সুযোগ পেলেও ফের একবার উৎসাহে মাতোয়ারা চন্দননগর। চূড়ান্ত দরিদ্র পরিবারের অভিষেকের বাড়িতে বাড়তিএকটা মোবাইল ফোন ও নেই। এদিন সন্ধ্যায় কোনরকমে মাকে খবর জানায় অভিষেক। তারপরে মা অনিমা পাল আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ন। অভিষেকের কোন পাসপোর্ট নেই। যুদ্ধকালীন তৎপরতায় তার জন্য পাসপোর্ট তৈরি করছে বিসিসিআই।
