এই মুহূর্তে জেলা

ভুয়ো ক্রেডিট কার্ড সংস্থার ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার শপিং মলের কর্মী।

হাওড়া, ২১ জানুয়ারি:- ভুয়ো ক্রেডিট কার্ড সংস্থার ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার বেলুড়ের শপিং মলের কর্মী। খোয়ালেন প্রায় ৫১ হাজার টাকা। অনলাইনে প্রতারণার শিকার হন তিনি। অনলাইন ক্রেডিট কার্ডের ওটিপি দিয়ে প্রায় ৫১ হাজার টাকা খুইয়েছেন তিনি। বেলুড়ের শপিং মলের ওই কর্মী সুশান্ত সাহা বেলঘড়িয়া নিমতার বাসিন্দা। তিনি ইতিমধ্যেই বেলুড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ভুয়ো ক্রেডিট কার্ড সংস্থার পক্ষ থেকে সুশান্ত সাহার কাছে কল আসে।

বলা হয় ওনার ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে জমা হওয়া পয়েন্টের ভিত্তিতে প্রায় দশ হাজার টাকা জমা আছে এবং সেটি তিনি পেতে পারেন বলেও জানানো হয়। অভিযোগ, এরপর সুশান্তবাবুর কাছ থেকে নানা কৌশলে ডেবিট এবং ক্রেডিট কার্ডের নম্বর নিয়ে ওটিপি নম্বর হাতিয়ে বেশ কয়েক দফায় প্রায় ৫১ হাজার টাকা উঠিয়ে নেয় প্রতারক সংস্থা। পরে পুরো বিষয়টি বুঝতে পেরে সুশান্তবাবু ওই সংস্থাকে ফোন করলে ফোন বন্ধ পান। বেলুড় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকেও ঘটনার বিষয় জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।