সুদীপ দাস, ১৬ জুলাই:- সামনেই ৭৫ তম স্বাধীনতা দিবস। এই আঙ্গিকে ৭৫রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে ৭৫টি ভারতের মানচিত্র তৈরী করে ফেলেছেন দশঘরার চন্দন ব্যানার্জী। চন্দনের অভিনব শিল্প তৈরীতে মনোনিবেশ করেছেন। ইতিমধ্যে তিনি কয়েক হাজার কয়েনের সিঁড়ি তৈরী করে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। এরপর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ৭৫ টি মানচিত্র বানানোর কথা মাথায় আসে চন্দনের। সেইমত ২০১৭ সাল থেকে সেই কাজ শুরু করেন তিনি। দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় সেই কাজ শেষের মুখে।
গাছের ছাল, বীজ, রাস্তা থেকে কুঁড়নো রঙীন প্লাস্টিক প্রভৃতি ৭৫রকম জিনিস দিয়ে প্রতি জিনিসের একটি করে মোট ৭৫টি ভারতের মানচিত্র তৈরী করছেন তিনি। চন্দনবাবুর এই নতুন নতুন কাজের সরকারী স্বীকৃতি বলতে একবার জেলাশাসকের কাছে মানপত্র পাওয়া ছাড়া আর কিছুই হয়নি। তিনি চান সরকারি উদ্যোগী অন্তত তার কাজগুলি যদি সংরক্ষন করা যায়। চন্দনবাবুর ইচ্ছা স্বাধীনতার শতবর্ষে ১০০ রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে ভারতের মানচিত্র বানানো। সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতেই তিনি আগামীদিনে কাজ করে যাবেন বলে জানান।