এই মুহূর্তে জেলা

বিধিনিষেধ মেনেই প্রতিষ্ঠা দিবস পালন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের।

উঃ২৪পরগনা, ১৫ জানুয়ারি:- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ১৩১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আট হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান করে থাকে। এবারের অনুষ্ঠান কিন্তু একটু অন্যরকম সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে এবং মানুষের মধ্যে দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের ভাইস চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়, প্রাপ্তন হাইকোর্টের বিচারপতি তপন চট্টোপাধ্যায়, কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও আরো অন্যান্য ব্রহ্মচারী মহারাজ।

আদ্যাপীঠের ব্রহ্মচারী মহারাজ মুরাল ভাই বলেন, খুবই প্রতিবারই এই প্রতিষ্ঠাতা দিবসে আদ্যাপীঠের তরফ থেকে আরও বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাতা দিবস পালন করি, কিন্তু এবারের করোণা ওমিক্রন সরকারের বিভিন্ন বিধি নিষেধ জন্যই সেরকমভাবে পালন করতে পারছি না। তবুও আদ্যাপীঠ জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের হাতেই শীতবস্ত্র তুলে দেওয়া হল। আমরা আশাকরি ভবিষ্যতে এই করোনা মহামারী চলে গেলে আবার নতুন রূপ এই প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করবো।