এই মুহূর্তে জেলা

জল খাবে কিন্তু ঘোলা করে খাবে , ভোট পিছনো নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের !

সুদীপ দাস, ১৫ জানুয়ারি:- জল খাবে কিন্তু ঘোলা করে খাবে, ভোট পিছনো নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের! পুরনিগম নির্বাচনের প্রচার উপলক্ষ্যে শনিবার চন্দননগরে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার প্রথমে পুরনিগমের ৬নম্বর ওয়ার্ডে লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় উপস্থিত হন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউ, স্থানীয় প্রার্থী শিপ্রা মন্ডল সহ অন্যান্যরা। শুরুতেই তিনি প্রার্থীকে নিয়ে চায়ের দোকানে চা পান করেন। এরপর দিলীপবাবু পায়ে হেঁটে প্রচারে বের হন। গোটা লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই প্রচার চলে।

এরপর বাগবাজার মোড় থেকে ১০নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচার করেন দিলীপ ঘোষ। বাগবাজার মোড় থেকে পায়ে হেঁটে স্টেশন রোড ধরে সোজা বৌবাজারে পর্যন্ত যান দিলীপ ঘোষ। সেখান থেকে সোজা ২৮নম্বর ওয়ার্ডে গিয়ে প্রচার করেন দিলীপবাবু। ২৮নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোমা রায়ের বাড়িতে দুপুরের আহার সারেন দিলীপ ঘোষ। সেই বাড়িতে গিয়ে প্রথমে গাছ থেকে পেয়ারা পারতেও দেখা যায় দিলীপ ঘোষকে। এরপর আহার সেরে ২২ও ২৩নম্বর ওয়ার্ডেও প্রচার করেন দিলীপবাবু। চন্দননগরের বুকে দাঁড়িয়েই পুরনিগম নির্বাচন পিছনোর খবর পান দিলীপবাবু। এরপরই তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন জল খাবে কিন্তু ঘোলা জলে। আমরা প্রথম থেকেই ভোট পিছনোর দাবী তুলে আসছিলাম।