এই মুহূর্তে কলকাতা

আসন্ন চার পুরসভা ভোটে ডিজিটাল মাধ্যমে প্রচার চালানোর আবেদন কমিশনের।

কলকাতা, ৮ জানুয়ারি:- করোনা সংক্রমনের লাগাতার ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আসন্ন ৪ পুরসভা নির্বাচনের প্রচারে জমায়েত এড়াতে ডিজিটাল মাধ্যমে প্রচার চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া এক চিঠিতে কমিশনের তরফে সভা সমাবেশ ও মিছিলের বদলে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছনোর আবেদন জানানো হয়েছে। কমিশনের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে এর আগেও কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করে ভোট প্রচার করার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হলেও অনেক দলের প্রার্থীরাই তা মানছে না। পুরভোটের প্রচারে কোভিড বিধি ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও কমিশনের তরফ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিধি অমান্য করলে সংশ্লিষ্ট দল এবং প্রার্থীর বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং আইনভঙ্গকারী প্রার্থীর পরবর্তী সমস্ত প্রচার কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

করোনা পরিস্থিতিতে চার পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনেই রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল জনসভা করার ক্ষেত্রে পাঁচশো জনের বেশি জমায়েত করা যাবে না। কিন্তু ওমিক্রন ও করোনা পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন দুদিন আগেই নতুন করে নির্দেশিকা জারি করে পাঁচশো জন নয় জনসভা করা যাবে আড়াইশো জনকে নিয়ে। পাশাপাশি কমিশনের তরফে এটাও বলা হয়েছিল অনলাইন মোডে প্রচার করা যায় কিনা তা একবার ভাবনাচিন্তা করতে সব স্বীকৃত রাজনৈতিক দল গুলোকে। তবে এই বিজ্ঞপ্তি জারি করার ৪৮ ঘন্টার মধ্যেই কমিশনের তরফে নতুন করে আবেদন জানানো হলো সব রাজনৈতিক দলের কাছেই। কোনো রকম মিটিং মিছিল না করে শুধুমাত্র অনলাইনে ভোট প্রচার করার।