এই মুহূর্তে জেলা

২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমণের হার দ্বিগুণ হতেই উদ্বেগ হুগলি জেলা প্রশাসনের।

হুগলি, ৫ জানুয়ারি:- এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের সংখ্যা দ্বিগুন হতেই উব্দেগ ছড়িয়েছে হুগলি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে। বুধবার সংমণেরবেক ধাক্কায় ৬০০ টপকাতেই আত্মশাসনে জোড় দিয়েছে স্থানীয় প্রশাসন। এ দিন কোদালিয়া ১,২ ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে দোকান বাজারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চুঁচুড়া থানার পুলিশ। বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন সংক্রমণের মোকাবিলায় সচেতনতা মূলক প্রচার অভিযান চলবে। এদিন হুগলি গ্রামীণ ও কমিশনারেট এলাকায় প্রায় শতাধিক ব্যাক্তিকে অতিমারী বিধি ভঙ্গের ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ।